শর্তাবলী :-
1) আলটিমেট আইটি সলিউশন লিমিটেড কতৃক কপিরাইট স্বত্বটি সবর্দা সংরক্ষিত । গ্রাহক শুধুমাত্র একটি সেবা চুক্তির অধীনে সফটওয়্যারের ডাটা ব্যবহারের অধিকার প্রাপ্ত হইবে।
2) গ্রাহক সব রকমের লোগো, ব্যানার কিংবা অন্যান্য ছবি, এবং কনটেন্ট প্রদান করিবে। আলটিমেট আইটি সলিউশন লিমিটেড সব ধরনের নন-কোম্পানি ছবি, ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যানিমেশন-সম্পর্কিত ডিজাইন ব্যবহার করিবে।
3) গ্রাহক তৃতীয় পক্ষ কতৃক সরবরাহকৃত API এবং পেমেন্ট গেটওয়ে, এসএমএস/ইমেল সার্ভিস, লাইভ চ্যাট ইত্যাদি যেকোন মূল্য সংযোজন সার্ভিসগুলির জন্য সব ধরণের খরচ বহন করিবে৷
4) গ্রাহক সফটওয়্যার ব্যবহারের জন্য সকল ধরণের প্রযোজ্য যন্ত্রপাতি সরবরাহ করবে।
5) যদি গ্রাহক তাদের নিজস্ব সার্ভারে সফটওয়্যার এবং ডাটাবেস সংরক্ষণ করে, তাহলে ডেটা সুরক্ষা এবং ডাটাবেস ব্যাকআপের সকল প্রকার দায়-দায়িত্ব গ্রাহকের উপর অপির্ত হইবে এবং নিয়মিত ডেটা ব্যাকআপ সংরক্ষণের ব্যবস্থা করিবে। অপরপক্ষে, আলটিমেট আইটি সলিউশন লিমিটেড যদি গ্রাহকের সম্মতিতে সব ধরনের ডাটাবেস ব্যাকআপের দায়িত্ব নিয়ে থাকে তবে সেক্ষেত্রে কতৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থপনায় ডাটাবেস সংরক্ষণ করিবে।
6) গ্রাহক ডোমেইন রেজিস্ট্রেশন, রিয়েল আইপি এবং হোস্টিং চার্জ বাবদ সকল মূল্য পরিশোধ করিবে।
7) আলটিমেট আইটি সলিউশন লিমিটেড সফটওয়্যার আপগ্রেড বা মোডিফিকেশনের প্রয়োজনে সাময়িক সময়ের জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে সার্ভিসগুলি স্থগিত করার অধিকার রাখে। সফটওয়্যার সেবা পুনরায় চালু হলে গ্রাহককে যথাযথ মাধ্যমে (ই-মেইল, ফোন) জানিয়ে দেয়া হবে।
8) আলটিমেট আইটি সলিউশন লিমিটেড যেকোনো সময় সার্ভিস প্যাকেজের মূল্য কিংবা চুক্তিপত্রের কোনো শর্তাবলী পরিবর্তন/পরিমার্জন করার অধিকার সংরক্ষন করে। যদি কোন সরকারী বিধিমালার কারণে উক্ত পরিবর্তনগুলো হয়ে থাকে, তবে সেক্ষেত্রে নোটিফিকেশন প্রদান করা প্রযোজ্য নহে।
প্রাইভেসি পলিসি - আলটিমেট আইটি সলিউশন